স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতনকে প্রাণনাশের চেষ্টার ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাব তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব মিলনতায়নে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, আমাদের সময় প্রতিনিধি রুহুল হাসান শরীফ, জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, দেশরূপান্তর প্রতিনিধি শোয়েব চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, চ্যানেল এস প্রতিনিধি মোফাজ্জল সাদত মুক্তা, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, সাংবাদিক আবু হাসিব খান চৌধুরী পাভেল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, বাংলাদেশ খবরের জেলা প্রতিনিধি ফয়ছল চৌধুরী, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি সুকান্ত গোপ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এমএ আজিজ সেলিম, বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ সম্পাদক মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ।
উল্লেখ্য গত শুক্রবার আনিসুজ্জামান চৌধুরী রতন ইমামবাড়ি বাজারে আয়মান স্টোর নামে এক দোকানে বসাছিলেন।
এ সময় সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে মাদক অধিদপ্তরের সোর্স সাইদুর, হোসাইন, কাওছার, রাজিবসহ একদল সন্ত্রাসী হামলার চেষ্টা করে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি প্রসিকিউশন করে আদালতে প্রেরণ করলে আদালত তা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj