স্টাফ রিপোর্টার :
বানিয়াচং ক্রিকেট ক্লাব (বিসিসি)’র স্কোয়াডভুক্ত ক্রিকেটারদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিসিসির সভাপতি মনিরুল আলম ইকবাল হোসেন খান মনির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খান বাবু, কোষাধ্যক্ষ আকবর আখঞ্জি জুনেদ, দফতর সম্পাদক জাহির আলম শিপন, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক সৈয়দ সুহেল রানা, নির্বাহী সদস্য সৈয়দ মিজান উদ্দিন পলাশ, ডা. মঈনুল হাসান শাকিল ও মোঃ সাহিদুর রহমান।এসময় খেলার মানোন্নয়ন নিয়ে স্কোয়াডভুক্ত ক্রিকেটারগণ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মনিরুল আলম ইকবাল হোসেন খান মনি বলেন, আমাদের কমিটি হওয়ার পর অনেক কিছু সংস্কার করেছি। আর পেছনে যেতে চাই না। ক্রিকেটারদের কাছ থেকে সেরা নৈপুণ্য ও সর্বোচ্ছ শৃঙ্খলা প্রত্যাশা করছি। নির্বাচকদের মাধ্যমে যেমন সেরা ৩০জন ক্রিকেটার বাঁছাই করা হয়েছে, তেমনিভাবে দলও শতভাগ পেশাদারিত্বের মধ্যে থেকে গঠন করা হবে। আমরা চাই বানিয়াচংয়ে ক্রিকেটের পুন:জাগরণ। ইতোমধ্যে নেট প্র্যাক্টিসের জন্য পাকা পিচ নির্মাণ করা হয়েছে এবং সর্বোচ্ছ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj