প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০১৪, ১১:৩৬ এ.এম
চুনারুঘাটে পিতাকে পিটিয়ে হত্যা করেছে কুলাঙ্গার পুত্র
চুনারুঘাট থেকে : চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের লস্করপুর চা বাগানের দর্জি টিলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে কুলাঙ্গার এক পুত্রের হাতে নির্মম ভাবে প্রাণ হারালেন হতভাগ্য এক পিতা। গত বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার চা শ্রমিক মানিক লাল কালীনি (৫০) এর সাথে বেশ কয়েক দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-ঝাটি চলে আসছিল তার পুত্র লিটন লাল কালীনির। এরই জের ধরে ওই দিন উল্লেখিত সময়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে জন্মদাতা হতভাগ্য পিতা মানিককে লাঠি দিয়ে মাথায় আঘাত করে কুলাঙ্গার পুত্র লিটন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার জানতে পেরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরীকে অবগত করেন। পরে চুনারুঘাট থানার এস আই কবির উদ্দিন নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে থেকে মৃত দেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অমূল্য কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে তার ভাই লিটন লাল কালীনির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘাতক লিটনকে গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে। অপর একটি সূত্রে জানা যায়, পিতা-পুত্র একসাথে মদ পান করে মাতাল হয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে পিতাকে পিটিয়ে হত্যা করে ঘাতক পুত্র লিটন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj