শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ উপজেলায় আনন্দগণ পরিবেশে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের আয়োজনে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বই বিতরণ উৎসব ২০২৩খ্রি. শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় প্রতি বছর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূলে বই বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার পাশপাশি শিক্ষার্থীরা যেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যায় তাই সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রদান করা হয়েছে।
বই উৎসবে শায়েস্তাগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্র/ছাত্রী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক লোক সমাগম হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj