বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্নজয়ন্তী উপলক্ষে ৬৪ জেলার গনহত্যার পরিবেশ থিয়েটার এর মহান মুক্তিযুদ্ধে কৃষ্ণপুর গ্রামে ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর পাক-হানাদার বাহিনীর বর্বরোচিত গনহত্যার পটভূমিতে রচিত " কৃষ্ণপুরের কৃষ্ণদিন "নাটকের মঞ্চায়ন অনুষ্ঠিত।
শুক্রবার (৩০ ডিসেম্বর) উত্তীর্ণ সন্ধায় নাটকটির মঞ্চায়ন হয় কৃষ্ণপুর গ্রামের লালচান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। নাটকটির মঙ্চায়ন পূর্ববর্তী আলোচনা সভা হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বীরমুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায়,বীরমুক্তিযোদ্ধা জ্যোতি রন্জন সিনহা।অনিরুদ্ধ কুমার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বীরমুক্তিযোদ্ধা সুন্দর আলম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন সূত্রধর।নাটকটিতে কলাকুশলীরা ছিলেন হবিগঞ্জ জেলার বিভিন্ন থিয়েটারের কর্মীরা।নাটকটির পরিকল্পনা ও ভাবনায় ছিলেন লিয়াকত আলী লাকীএবং গবেষনা ও রচনায় ছিলেন রুমা মোদক।অনিরুদ্ধ ধর শান্তনু এর নির্দেশনায় মঙ্চায়িত নাটকটিতে ১২০ জন কলাকুশলী অংশ নেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj