সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ,শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আসন্ন নুরপুর ও ব্রাহ্মডোরা ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন - ২০২২ উপলক্ষে প্রার্থীদের নিয়ে আচরণ বিধি অবহিত করণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ( ১৭ ডিসেম্বর ) শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও হবিগঞ্জ রিটানিং অফিসার আয়োজনে দুটি ইউনিয়নে শতাধিক জনপ্রতিনিধি প্রার্থী চেয়ারম্যান , সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য উপস্থিতিতে স্হানীয় সাধারণ নির্বাচন - ২০২২ উপলক্ষে আচরণ বিধি অবহিত করণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার এবং রিটানিং অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান এর অনুপস্থিতিতে বক্তব্য রাখেন হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজি মেজিস্টেট প্রিয়াং চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মাহফুজা আক্তার শিমুল , শায়েস্তাগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি ) ও বিজ্ঞ এক্সিটিউব ম্যাজিস্টেট মোঃ নাহিদ ভূইয়া ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানা তদন্ত (ওসি) মোরশেদ আলম , এস আই সনজীত চন্দ্র দেব , নুরপুর চেয়ারম্যান পদপ্রার্থী ও পরপর ৫ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল , নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসহাক আলী সেবন , অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , ব্রাহ্মডোরা ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ মোঃ আদিল জজ মিয়া সহ অসংখ্য সদস্য পদ প্রার্থী প্রমূখ ।
প্রধান অতিথি বলেন , দুটি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠ , শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভাবে হবে এছাড়া কোনো কারচুপি হবে না কিন্তু সহিংসতা না ঘটে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা কঠোর নজর দারি থাকবে ।
নির্বাচনে যে সমস্ত সঞ্জাম লাগবে তা আমরা দিব । সব ধরনের অপরাধ দমনে ইউনিয়ন পর্যায়ে নিয়ম অনুযায়ী আইন শৃঙ্খলা সভায় আমরা সমন্বিত ভাবে নির্বাচনী প্রার্থী সকলে অবগত থাকতে হবে । শেষ ধাপের তফসিল অনুযায়ী এই দুটি ইউনিয়নে আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহন করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম ) পদ্ধতিতে ভোট প্রদান করবেন উপজেলার দুটি ইউনিয়নে প্রায় ২২ হাজার ১শ ১৩ ভোটার ।
নুরপুর ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৮শ ১১ জন । তন্মধ্যে পুরুষ ৫ হাজার ৯ শত ৩১ জন ও মহিলা ৫ হাজার ৮ শত ৮০ জন ভোট । অপর দিকে ব্রামণডোরা ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৩ শ ২ ভোট । তন্মধ্যে পুরুষ ৫ হাজার ১শ ৪৫ ভোট ও মহিলা ৫ হাজার ১ শ ৫৭ ভোট ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj