শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৫ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে শায়েস্তাগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহিমান ইমরান।
এছাড়াও বক্তব্য রাখেন , হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, রিপোর্টারস ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, সাংবাদিক মুহিন শিপন, ইকবাল মিয়া, হাফেজ জামাল উদ্দিন, তাফহিমুল ইসলাম চৌধুরী, মোঃ রিপন মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মফস্বল এলাকায় অনেকেই মানবাধিকার সম্পর্কে জ্ঞান রাখেন না। ফলে অজ্ঞতাবশত অনেকেই মানবাধিকার লঙ্ঘন করছেন। এইক্ষেত্রে তাদেরকে সচেতন করতে হবে। একই সাথে নিজের পরিবার ও আশপাশের এলাকায় মানবাধিকার বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে । যাতে কোনরকম মানবাধিকার লঙ্ঘিত না হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj