সৈয়দ সালিক আহমেদ :
ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ পেয়ে এখন নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন হবিগঞ্জের যুবক যবতী। যারা চাকুরীর পিছনে না দৌড়ে নিজেকে প্রতিষ্ঠিত করা জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন নিজেরা উপার্জনের জন্য আত্নবিশ্বাসী হয়ে উঠেছেন।
হবিগঞ্জ জেলা প্রশাসকের ব্যাক্তিগত উদ্যোগে আয়োজিত বিনামূল্যে তিন মাস ব্যাপি প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা একথা বলেন। এসময় তারাজেলা প্রশাসকের কাছে কৃপ্রকাশ করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তিন মাস ব্যাপি প্রশিক্ষণ শেসে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, আমি জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণর পর চেষ্টা করে যাচ্ছি শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন করার জন্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মাট বাংলাদেশ গঠনের লক্ষে আমি জেলার তরুণ তরুনীদেরকে আত্ননির্ভরশীল করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছি। আশা করছি এর মাধ্যমে আমাদের যুব সমাজ হতাশায় না ভোগে নিজেকে আত্ননির্ভরশীল করে তুলতে পারবে। এসময় চল্লিশজনকে প্রশিক্ষণাথর্ীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার তাসমিন জাহান, সহকারী প্রোগ্রামার আব্দুর রহিম প্রমুখ। আলোচনা সভা শেষে দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj