সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়,গত ৪ ডিসেম্বর ব্যাংকের ঋণ খেলাপীর দায়ে নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুখলিছ মিয়া'র মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছিল।
এর প্রেক্ষিতে আপিলের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী নূরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বুধবার (৭ই ডিসেম্বর)শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র বৈধতার বিষয়ে নূরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া এ প্রতিনিধিকে বলেন,আমার বিরুদ্ধে বহু আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে যাতে আমি নির্বাচন করতে না পারি কিন্তু সকলের দোয়ায় আবারো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি ।আমি আবারও ইউনিয়ন বাসীর কাছে ভোট ও দোয়া চাই।
উনার সহধর্মিনী নির্বাচন করবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে উনি জানান আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে বিধায় আমার সহধর্মিনী এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
উল্লেখ্য,আগামী ১০ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ , প্রতিক বরাদ্দ ১১ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj