আলমগীর কবির,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে শতকোটি টাকার সরকারী পুকুর উদ্ধার করে নির্মাণাধীন পার্কের শোভা বর্ধনে বাহারি ফুল গাছের চারা রোপণ করেছেন উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে মাধবপুর পৌরসভার বাজারে ভিতরে নির্মাণাধীন পার্কের পুকুরের চার-পাড়ে বাহারি ফুল গাছের চারা রোপণ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
স্বাধীনতার পর থেকেই দীর্ঘকাল ধরে পুকুরের চারপাশ দখলে ছিল আশপাশের লোকজনের। প্রায় ১৫০ শতকের পুকুরটি দখলকারীদের হাত থেকে উদ্ধার করে নির্মাণাধীন এ পার্কটির শোভা বর্ধনের লক্ষ্যে ছাতিম , কাঠ বাদাম, করবি, বকুল, শিউলি, কামিনী,বোঠল ব্রাশ সহ বিভিন্ন প্রজাতির বাহারি গাছের চারা রোপনের কার্যক্রম বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মাধবপুর প্রেসক্লাব সাবেক সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ একরামুল আলম লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক কাউন্সিলর দুলাল মোদক, ব্যবসায়ী সুজিত পাল, কেশব রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও জানান, পার্কটির শোভা বর্ধন ও দৃষ্টিনন্দন করে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।