স্টাফ রিপোর্টার :
বানিয়াচংয়ে উপমহাদেশের প্রখ্যাত ফুটবল খেলোয়াড় ভূপেন্দ্র রায় চৌধুরী (বি.রায় চৌধুরী)’র ৩০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় এল আর সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে বি.রায় চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও বৃদ্ধি প্রদান অনুষ্ঠিত হয়।
সঙ্গিত শিল্পী আবু মোতালেব খান লেবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপসচিব (অবঃ) ও লেখক ড. শেখ ফজলে এলাহী।
বিশেষ অতিথি ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও এল আর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লেখক ও গবেষক আবু সালেহ আহমদ।
বক্তাগণ বলেন, বি. রায় চৌধুরী ছিলেন বহুমুখি প্রতিভার অধিকারি।
তিনি নীতি ও আদর্শের প্রতি ছিলেন অটল-অবিচল।একাধারে একজন প্রখ্যাত খেলোয়াড়, রাজনীতিক, সংগঠকও হোমিও প্যাথিক চিকিৎসক ছিলেন। ছাত্রজীবনেই বৃটিশ বিরোধী আন্দোলনের জন্য জেল খেটেছেন। উচ্চ শিক্ষা গ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই ক্ষণজন্মা ব্যক্তিত্বকে নতুন প্রজন্ম জানতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, মাস্টার কবির মিয়া, আব্দুর রউফ ও দিলিপ নারায়ণ প্রমুখ।
বি.রায় চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৪জন ক্রীড়াবিদ ও ৪জন মেধাবী ছাত্রকে সম্মাননা ক্রেস্টসহ অর্থ প্রদান করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj