সৈয়দ সালিক আহমেদ :
হবিগঞ্জ জেলা প্রশাসন কতর্ৃক আয়োজিত দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। গতকাল সন্ধায় নীমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গনে স্থানীয় ও জাতীয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। দ্বিতীয় দিনে রোবোটিক্স ওয়ার্কসপ, ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ ও চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ইনোভেশন আইডিয়া উপস্থাপনা, সমাপনি ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট) সাবেক প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বলেন, উদ্ভাবনী মেলায় আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মেধা বিকাশের সূবর্ণ সুযোগ থাকে। এখানে তারা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করতে পারে। যাহা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের সুযোগ সৃষ্টি করে দেয়। তাই ছেলে মেয়েদেরকে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানবিক ও মৌলিক শিক্ষা গ্রহণ করতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠান, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতায় অশংগ্রহণকারী ৩৮জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে “শ্রেষ্ট হালনাগাদকৃত পোর্টাল দপ্তর" হিসেবে পুরস্কার অর্জন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিন ছিলেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতার্ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শৈলেন চাকমা, সদর উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) বর্ণালী পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মোঃ গোলাম মাওলা প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj