বাহার উদ্দিন, লাখাই থেকে:
লাখাই উপজেলা বুল্লা ইউনিয়ন এর ভরপূর্নী গ্রামের মজলুল হোসেন ২০০৪ সাল থেকে নারিকেল গাছ পরিষ্কার করার কাজকে পেশা হিসাবে বেছে নেয়। তখন থেকে সে গ্রামে গ্রামে ঘুরে মানুষের নারিকেল গাছ পরিষ্কার করে আসছে। আর এ কাজের আয়ে তাঁ সংসার চালিয়ে আসছেন।
যা আয় হতো তাতে তার ৬ সদস্যের পরিবারের ভরনপোষণ কোনমতে চলতো।কিন্তু বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও সে অনুযায়ী আয় বাড়েনি তাই কষ্টে জীবন চালাতে হচ্ছে। পঁয়ত্রিশোর্ধ মজলুল হোসেন জানান আমার পৈতৃক ভিটা উপজেলার বুল্লা ইউনিয়ন এর ভরপূর্নী গ্রামে হলেও বর্তমানে আমি করাব ইউনিয়নের করাব গ্রামে শশুরালয়ে বসবাস করেছি। আমার পরিবারে স্ত্রী, ২ ছেলে ও২ মেয়ে রয়েছে। আমার নিজস্ব কোন জমিজমা নেই।
এ পেশাই আমার অবলম্বন। প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের নারিকেল গাছ পরিষ্কার করে আসছি।আকার ভেদে প্রতিটি গাছের মজুরি ৫০-৭০ টাকা এবং গড়পড়তা দিনে ১০-১৫ গাছ সাফ করতে পারি।এতে আমার দৈনিক আয় ৫০০-৬০০ টাকা।এ আয়ের মাধ্যমে আমাদের সংসার চলে। মজলুল হোসেন জানান এ কাজটি বেশ পরিশ্রমের ও ঝুঁকি রয়েছে। কিন্তু সে অনুপাতে মজুরি মেলে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj