নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানা পুলিশ বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা শিহাব চৌধুরীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ । মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন বিএনপি নেতা এনাম উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের নেতা মকবুল হোসেন ও শ্রমিকদল নেতা বকুল মিয়া। তাদেরকে বুধবার সকালে ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্যাদি আইনের সংশ্লিষ্ট ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নাশকতা ও বিস্ফোরক বহন করে অরাজকতার সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে উল্লেখিতদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিহাব আহমেদ চৌধুরী (৪৯) জয়নগর গ্রামের নজির মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, একই গ্রামের আব্দুল মতলিব চৌধুরীর ছেলে ও স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন (৪০), পশ্চিম তিমিরপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন (৪৮) এবং সদরঘাট গ্রামের নছিব আলীর ছেলে শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বকুল আহমদ (৪৩)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj