প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০১৪, ৬:১১ পি.এম
নবীগঞ্জে প্রাইমারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে :নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রাইমারী সমাপনী পরীক্ষার উত্তরপত্র খাতা সরবরাহে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। নিন্ম মানের খাতা সরবরাহের ফলে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষার খাতা লিখতে গিয়ে নানা ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়া শিক্ষা অফিসারের বিরুদ্ধে নিন্ম মানের খাতা সরবরাহ করে প্রায় দেড় লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
সুত্রে জানাযায়, সদ্য সমাপ্ত প্রাইমারী সমাপনী পরীক্ষায় উপজেলায় ৮ হাজার ২ শত ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন। এদের বিপরীতে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক কোন প্রকার টেন্ডার বা কোটেশন না দিয়ে নিজেই প্রায় ৪৯ হাজার ২ শত পরীক্ষার খাতা খরিদ করেন। প্রতি খাতার খরিদ মুল্য ধরা হয়েছে ৪ টাকা হারে। যার মোট ব্যয় হয় ১ লাখ ৯৬ হাজার ৮ শত টাকা। কিন্ত সরবরাহকৃত খাতার কাগজ এত নিন্ম মানের ছিল, যে কোমলমতি ছাত্র-ছাত্রীরা লিখতে গিয়ে অনেক কাগজ ছিড়ে যায়। ফলে নানা ভোগান্তির মাঝেই শেষ করতে হয়েছে তাদের সমাপনী পরীক্ষা। বিষয়টি তাৎক্ষনিক ভাবে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্তদের অবগত করলেও কোন ফল হয়নি। অনেক পরীক্ষা কেন্দ্রের হল সুপারের সাথে আলাপ করে অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়াগেছে। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা জানান, প্রতি পিছ ৪ টাকা হারে যে উত্তরপত্র ( পরীক্ষার খাতা) সরবরাহ করা হয়েছে, তার সর্বোচ্চ বাজার মুল্য হবে ১ টাকা হারে ৪৯ হাজার ২ শত টাকা। ফলে প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাত করেছেন শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। এ ব্যাপারে উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, প্রতি খাতা ৪ টাকা হারে ৪৯ হাজার ২ শত পিছ খরিদ করার বিষয়টি সঠিক। তবে নিন্ম মানের কাগজ তা সত্য নয় দাবী করে জানান, সমাপনী পরীক্ষায় ৬১ গ্রাম মানের কাগজ নিজে খরিদ করে সরবরাহ করেছেন। এদিকে শিক্ষা অফিসারের এমন দাবী বাস্তবতার সাথে মিল পাওয়া যায়নি।
নিন্মমানের কাগজের বিষয়ে তিনি কোন অভিযোগ পান নি বলে জানান। তবে এ ব্যাপারে উপজেলা রির্সোস সেন্টারের কর্মকর্তা মেজবা আহমদ পরীক্ষা কেন্দ্রে নিন্ম মানের খাতা সরবরাহের বিষয়টি স্বীকার করে জানান, তিনি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছেন। দিনারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার শুব্রত বাবু উক্ত পরীক্ষায় উত্তরপত্রের খাতায় নিন্ম মানের কাগজ ব্যবহার করা হয়েছে জানান। তিনি অভিযোগ পাওয়ার সাথে সাথে শিক্ষা অফিসারকে জানিয়েছেন। প্রাইমারী সমাপনী পরীক্ষায় নিন্ম মানের কাগজ দিয়ে উত্তরপত্রের খাতা সরবরাহ করায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা খাতা সরবরাহের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj