সৈয়দ সালিক আহমেদ:
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, স্বাধীনতা পরবতর্ী সময়ে সর্বক্ষেত্রেই শহরের চেয়ে গ্রামীণ জনপদ উন্নয়নের ক্ষেত্রে উপেক্ষিত। ঢাকা শহরের সাংবাদিকরা যে সুযোগ সুবিধা ভোগ করে মফস্বলের সাংবাদিকরা সেই তুলনায় অনেক কিছুই পায় না। কিন্তু বর্তমান শেখ হাসিনার সরকার শহরকে গ্রামের রৃপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। অচিরেই গ্রামে বসবাসকারী আর শহরের বসবাসকারীদের মধ্যে কোন পার্থক্য থাকবেনা।
তিনি শনিবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের অবহেলিত অঞ্চলেও উন্নয়ন অগ্রগতি পৌঁছে দিয়েছে। গ্রামাঞ্চলের মানুষেরাও এখন দেশের সকল তথ্য জানে। এক্ষেত্রে মফস্বলের সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণর্। তাই এবিষয়টিকে গুরুত্ব দিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নের জন্য সব ধরণের সহায়তা প্রদান করা হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রফিকুল আলম ,অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান। সভায় হবিগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj