কামরুজ্জামান আল রিয়াদ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (০৯ নভেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিধানিক দল।
আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের মকসুদ আলীর ছেলে রাসেল মিয়া (২৬) একই উপজেলার নরপতি গ্রামের আব্দুল মতিন এর ছেলে সাহিদ আহম্মদ (৩২),, উলুকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রুহুল আমিন (২২), শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহম্মদ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে হৃদয় মিয়া (২৩), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বরমপুর গ্রামের আবুল কালামের ছেলে অয়ন মিয়া (২৩) এবং একই উপজেলার পুর্ব বিরাইমপুর গ্রামের আলকিস মিয়ার ছেলে সাগর মিয়া (২২)।
র্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চুরি-ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় আত্মগোপনে থেকে ডাকাতি করতো তারা।
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj