বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে হোটেল-রেস্তোরাঁয় এবং উন্মুক্ত খাবারের দোকানগুলোতে অপরিচ্ছন্ন কাগজ, কাগজের টোঙ্গা ও ছাপানো এবং ফটোকপির পরিত্যক্ত কাগজে খাবার পরিবেশন করছে এক শ্রেনীর ব্যবসায়ী।
হোটেল - রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানীর পরোটা,বাখরখানি রুটি,তন্দুররুটি, সমুচা, সিংগারা ঝালমুড়ি, মিহিদানা সহ বিভিন্ন ধরনের খাবার পরিত্যক্ত ময়লা কাগজ,কাগজের ঠোঙা, খবরের কাগজের টুকরো, ফটোকপির ফেলে কাগজে খাবার পরিবেশন করছে হরহামেশাই। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে এধরণের খাবার পরিবেশন চললেও সংসলিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন এ গুলো দেখার কেউ নেই।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবশনের ফলে ক্রেতাসাধারন নানা ধরনের রোগ- ব্যধিতে আক্রান্ত হচ্ছে।সচেতনতার অভাবে আক্রান্ত অনেকে বুঝতেই পারছে না কেন রোগাক্রান্ত হচ্ছে।
অপরিচ্ছন্ন এসব কাগজের ঠোঙ্গা ও কাগজে মিশে থাকে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ধুলোবালি, বিভিন্নরকম রাসায়নিক উপাদান। এ ধরনের ক্ষতিকর উপাদান মিশ্রিত খাবার দীর্ঘ দিন গ্রহন করতে থাকলে মানবদেহে নানা জটিল রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
সরজমিন দেখা যায়,লাখাইর কালাউক বাজার, বুল্লাবাজার সহ বিভিন্ন হাট- বাজারের হোটেল - রেস্তোরাঁয় এবং প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ শ্রেনীর ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিকর কাগজে খাদ্য পন্য বিক্রি করছে।
আরও দেখা যায় অস্বাস্থ্যকর উপায়ে তৈরী ও পরিবেশন করা খাদ্য পন্যে গ্রহন করছে কোমলমতি শিশুরা।তারা তা না বুঝে গিলছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান আলাপকালে জানান অপরিচ্ছ কাগজে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক মেলানো থাকে যেমন ছাপার কালি,ফটোকপির কালি যা মানবদেহের জন্যে জটিলতা সৃষ্টি করে।দীর্ঘদিন এ ধরনের খাবার গ্রহণ করলে পাকস্থলীর পীড়া,কিডনি ও যকৃতের রোগ হতে পারে।এমনকি ক্যান্সারের মতো মারন ব্যধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj