নিজস্ব প্রতিবেদক :
আজ সোমবার হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি কেন্দ্রে ইভিএমে এর মাধ্যমে চলছে একটানা ভোট গ্রহণ।
এতে ভোটের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত করবেন জনপ্রতিনিধিরা। তবে কারা হাসবেন বিজয়ের হাসি সেটা জানা যাবে ভোট গননার পর।
এদিকে, শান্তিপূর্ণ ও সুষ্টু নির্বাচন উপহার দিতে তৎপর ভুমিকায় রয়েছে প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন উপলক্ষে জেলায় ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট, ৫ জন পুলিশ ও ৫ জন আনসার দায়িত্ব পালন করছেন।
তাছাড়া এক প্লাটুন বিজিবি ও র্যাবের একটি টিম সার্বক্ষনিক দায়িত্ব পালনে রয়েছেন। এবং ৯টি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ৬৩ জন প্রিজাইটিং ও পোলিং অফিসার।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী অংশ নিয়েছেন। তাছাড়া ৭নং ওয়ার্ড (বাহুবল)’র সাধারণ সদস্য পদে আলাউর রহমান সাহেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj