এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম ধাপে টিকা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্কুলে স্বাস্থ্য কর্মী ও শিক্ষকদের উপস্থিতিতে উক্ত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড (ফাইজার বায়োএ্যানটেক) ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
এই নিরিখে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক গণমাধ্যমে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য অনুরোধ জানান।তিনি সকলের সন্তানের সু স্বাস্থ্য সুরক্ষায় ১৭ ডিজিট এর ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুনারুঘাট কেন্দ্র সিলেক্ট করে সুরক্ষা এ্যাপসে নিবন্ধন করে টিকা কার্ড প্রিন্ট করে নির্দিষ্ট টিকা কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দেন। নিবন্ধন ব্যতিত শিশু টিকা সনদ পাবে না এবং জরুরী বলেন নিশ্চিত করেন।
নির্ভয়ে সকল শিশু কিশোরকিশোরীদের মনোনীত টিকা কেন্দ্রে নিয়ে আসার কথা বলেন।
এ বিষয়ে কথা বললে, স্বাস্থ্য সহকারী শিবায়ন জানান,টিকাদান কর্মসূচির আওতায় স্বাস্থ্য পরিদর্শক আবু তাহের উপস্থিতিতে পরিবার কল্যাণ সহকারী শিওপি মোড়া,কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার আসাদুল ইসলামে সহযোগিতায় সাতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের কিন্ডারগার্টেন স্কুলের প্রায় দেড়শো ছাত্রছাত্রীদের মাঝে টিকাদান সম্পন্ন করা হয়েছে।
এসময় সাতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দেবসহ সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj