সৈয়দ সালিক আহমেদ :
বেসামরিক প্রশাসনে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা কর্মচারীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় বিভিন্ন দূর্ঘটনা ও অসুস্থাতাজনিত কারণে মৃত্যুবরণকারী ১৯টি পরিবারের সদস্যদের হাতে ১কোটি ৪৯ লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুেেষের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের আর্থিক সহায়তা প্রদান করছে।
যাতে করে দেশের প্রতিটি নাগরিক সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। বিভিন্ন প্রাকৃতিক দূযোর্গের সময় অব্যাহত সহযোগিতার ফলে দেশে কোন ধরণের খাদ্য সংকট কিংবা চিকিৎসা সংকট হয় নাই।
আর্থিক সহায়তা প্রাপ্ত মাহবুবা বিনতে ঔইশী বলেন, আমরা তিন বোন, ২০১৬ সালে আমি আমার বাবাকে হারিয়েছে, আমার মা একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি আমাদেরকে দেখাশুনা করতেন। কিন্তু ২০১৬সালে হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। তারপর আমরা তিন বোন জীবনের সাথে যুদ্ধ করে আসছি। ইতিমধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে। আমি এখনো লেখা পড়া করি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আর্থিক সহায়তা আমার লেখা পড়াকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি, সহকারী কমিশনার শোয়েব সাত-উল ইভান, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj