আবুল হাসান ফায়েজ :
সৌদিআরবে নির্যাতনের শিকার হওয়া ইয়াসমিন আক্তার (১৫) তরুণীকে দেশে আনার পর মাধবপুর থানায় মানবপাচার আইনে মামলা হযেছে। নির্যাতনের শিকার ওই তরুণীর পিতা বাদী হয়ে শনিবার রাতে বাদী ছয় জনকে আসামী করে মামলা করেন।
রোববার রাতে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় প্রধান আসামী আবুল কাশেম কে গ্রেফতার করে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, এঘটনায় মামলা হওয়ার পর এসআই মানিক সাহা চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় রোববার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী আবুল কাশেম কে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৭সেপ্টেম্বর) আবুল কাশেম ও অন্য আসামীরা মিলে ভাল কাজের প্রলোভন দিয়ে তার মেয়েকে সৌদিআরব পাঠায়।সেখানে তাকে গৃহকর্মীর কাজ দেয়া হয়।
এরপর নানা ভাবে অত্যচার নির্যাতন চলতে থাকে তার উপর। সুযোগ বুঝে সে তার পিতাকে ফোনে নির্যাতনের বর্ননা দিয়ে দেশে ফিরিয়ে আনার আকুতি জানায়।তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মেয়েকে দেশে ফিরিয়ে আনার আবেদন করেন। সিনিয়র সহকারী সচিব মোঃসারওয়ার আলম ওই তরুণী কে উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কে অনুরোধ করেন।
শনিবার সকালে দূতাবাস ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টের সহযোগিতায় তরুণী কে দেশে পাঠানো হয়।ওই তরুণী বর্তমানে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে গৃহকর্মীর কাজে যোগ দিয়েই নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে ইমো মেসেঞ্জারে বাবা কুদ্দুস মিয়াকে সব কিছু জানায় সে। ইয়াসমিনকে উদ্ধারের জন্য কুদ্দুস মিয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেন। এ নিয়ে গত ৫ অক্টোবর জাতীয় ও স্হানীয় বিভিন্ন পত্রিকায় সৌদি আরবে পাচার হওয়া তরুণীর সংবাদটি প্রকাশিত হয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন আবুল কাশেম কে আদালতে পাঠানো হয়েছে। অন্য
অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা অব্যহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj