প্রেস বিজ্ঞপ্তি :
হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ বন্ধে জনসচেতনতামূলক সভা জহুর চান বিবি মহিলা কলেজে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ মহিউদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের শিক্ষানুরাগী সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ থানার ওসি(তদন্ত) মোরশেদ আলম।
বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য মো: ইদ্রিছ মিয়া, প্রভাষক শামীমা আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, শরীফা বেগম, একাদশ শ্রেণির শিক্ষার্থী রিমা আক্তার। বক্তারা বলেন পুরুষ শাসিত সমাজে যুগ যুগ ধরে নারীরা বৈষম্যের স্বীকার হয়ে আসছে। নারী এবং শিশুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে।
শিক্ষাই হচ্ছে এ বৈষম্য ও নির্যাতন থেকে মুক্তির একমাত্র উপায়। সচেতনতা, সাহস, শিক্ষা ও আইনী সহায়তার মাধ্যমে সকল প্রকার বৈষম্য, নিপীড়ন ও সহিংসতা রুখে দাঁড়াতে হবে। সভার শুরুতে কলেজের রোভার স্কাউট সদস্যরা অতিথিদের অভিবাদন জানায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj