বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে গবাদিপশু খাদ্যের তীব্র সংকটে খামারী ও কৃষককূল পড়েছে বিপাকে।পশু খাদ্যের প্রধান উপকরন খড় এর তীব্র সংকট চলছে।খামারী ও কৃষকদের সংগ্রহে খড় না থাকায় তা সংগ্রহ করতে তারা সংকটে পড়েছে।
এদিকে খড়ের মূল্য বেড়েই চলেছে।যে খড়ের মূল্য মাস তিনেক পূর্বেও প্রতি মন ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রয় হতো সে খড় বর্তমানে ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রয় হচ্ছে।মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলেও সরবরাহ প্রয়োজনের অপ্রতুল।গোখাদ্য খড়ের মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দানাদার ফিডসহ অন্যান্য খাদ্যের।দানাদার গোখাদ্য মূল্য প্রতি ৩৫ কেজির বস্তা ১১৫০টাকা থেকে বেড়ে বর্তমানে ১৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সরিষার খৈল প্রতি কেজি ৪০ টাকার স্থলে ৬০ টাকা,ফিড প্রতিকেজি ৪০ টাকার স্থলে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।খামারী ও কৃষকদের সাথে আলাপকালে তারা জানান এ বছর বন্যার কারনে বোরোধানের খড় সংগ্রহ করা যায়নি।তাছাড়া অনেক খড়ের গাঁদা বন্যায় ভেসে যাওয়ায় খড়ের সংকট দেখা দিয়েছে।
উপজেলা প্রানী সম্পদ কার্যালয় সূত্রে জানা যায় লাখাইয়ে গাভীর খামার ১১২ টি,গরু হ্রষ্টপুষ্ট করন খামার ১৩৭ টি,ছাগলের খামার ৬৭ টি এবং ভেড়ার খামার রয়েছে ৪১ টি।প্রাপ্ত তথ্যে আরোও জানা যায় লাখাইয়ে গরুর সংখ্যা ৩৫১৩৯ টি,মহিষ ২২২ টি,ছাগল ৫৪৫৮ টি,ভেড়া ২৪৮৭ টি।সিংহগ্রাম গ্রামের গাভীর খামারী আব্দুস সহীদ জানান এ পর্যন্ত আমি ৩০ মন খড় কিনেছি ৮০০ টাকা মন দরে।
বাজারে দানাদার গোখাদ্য ও ফিডের দামও বেড়েছে।তাই বাড়তি খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।এ বছর বোরো মৌসুমে খড় সংগ্রহ করতে পারিনি।তাই এখন উচ্চমূল্যে খড় কিনতে হচ্ছে।সিংহগ্রাম এর খড় বিক্রেতা ফজর আলীর সাথে আলাপকালে জানান আমাদের এলাকায় খড় পাওয়া যায়না।দূরবর্তী এলাকা থেকে খড় এনে বিক্রি করছি।পরিবহন খরচসহ ক্রয়মূল্য বেশী হওয়ায় বেশী মূল্যে বিক্রি করতে হয়।আমি ৮০০ টাকা মন দরে বিক্রি করছি।
এ ব্যাপারে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডাঃ শাহাদাত হোসেন জানান আমরা গোবাদি পশুর খাদ্য খড় এর পাশাপাশি নেপিয়ার সহ বিভিন্নধরনের ঘাস উৎপাদনে খামারী ও কৃষকদের পরামর্শ ও ঘাসের বীজ দিয়ে যাচ্ছি।
এছাড়া মৌসুমে খড় সংগ্রহের জন্য আরো সচেতন হতে বলেছি।বাজারে গোখাদ্য কিছুদিন পূর্বে অনেক বেড়ে গিয়েছিল বর্তমানে কিছুটা কমেছে।আমরা বাজার মনিটরিং করছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj