স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ঐতিহ্যবাহী রত্না ব্রিজটি হুমকির সম্মুক্ষিণ হয়ে পড়েছে। যে কোনো সময় ধ্বসে পড়ে জেলার সাথে আজমিরীগঞ্জ-বানিয়াচংয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ কারণে সড়ক ও জনপথ বিভাগ ব্রিজটি মেরামতের উদ্যোগ নিয়েছে।
২৭ সেপ্টেম্বর সকাল থেকে ২৯ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত ওই ব্রিজ দিয়ে সকল ধরণের হালকা ও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে এর পাশ দিয়ে মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা, টমটম প্রাইভেটকারসহ হালকা যানবাহন চলাচল করতে পারবে।
জানা যায়, ব্রিজের প্রবেশমুখে একটি সাইনবোর্ডে ৫ টনের অধিক মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ উল্লেখ থাকলেও নিষেধ অমান্য করে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ থেকে ২৫ টন ওজনের মাল বহনকারী কার্গো, কাভার্ডভ্যানসহ বিভিন্ন রকমের ভারী যানবাহন।
ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে। শত শত গাড়ি প্রতিদিন ওই ব্রিজের ওপর দিয়ে জেলা সদরে আসে। ভেঙ্গে পড়লে ভাটি অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়বেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ব্রিজের নাট বল্টু নড়বড়ে হয়ে গেছে। স্লিপার ভেঙ্গে গেছে। দূর্ঘটনার আশংকায় মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ওই সময় যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj