লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে চোরাই মালামাল উদ্ধার শিশু আসামী সহ ৪জন আসামীকে গ্রেপ্তার করেছে লাখাই থানার পুলিশ।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায়-সোমবার ( ১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রাম বউ বাজারে স্বর্নের ব্যবসায়ী নোয়াগাও গ্রামের মনিন্দ্র চন্দ্র দাসের ছেলে প্রবির দাসের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
প্রবির দাস মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দোকানে এসে দেখতে পায় তার দোকান চুরি হয়েছে এই বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালে স্হানীয় লোকজন তাৎক্ষনিক ঘটনা স্থলে এসে সত্যতা পেয়ে বামৈ পূর্ব গ্রামের শিশু আসামী রফিকুল ইসলাম ও এলাউন কে জনতা আটক করে।
পরে লাখাই থানায় খবর দিলে পুলিশ তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌছে আটক ২জন কে পুলিশের হেফাজতে নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনাটির রহস্য উদঘাটিত হলে সঙ্গে সঙ্গে পুলিশ অন্য আসামীদের ধরতে দিনভর অভিযান চালিয়ে বামৈ গ্রামের মৃত মলু মিয়ার ছেলে সাক্কু মিয়া(৩৮) ও নোয়াগাও গ্রামের প্রবেশ দাসের ছেলে স্বর্ন ব্যবসায়ী নিলয় দাস কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে লাখাই থানায় নিয়ে আসে এবং আসামীদের কে জিজ্ঞাসাবাদে ও আসামীদের স্বীকারোক্তি মতে চোরাই মালামাল ও নগদ টাকা সহ উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে প্রবির দাস বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত শিশু আসামী রফিকুল ইসলাম (১৩) কে বিজ্ঞ জেলা ও দায়রা জজ শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।
এবং আটককৃত অপর আসামী এলাউন(২২),সাক্কু মিয়া(৩৮) নিলয় দাস(২৫)কে হবিগঞ্জ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার(২১ সেপ্টেম্বর প্রেরণ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj