নবীগঞ্জ প্রতিনিধি :
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। এর ফলে সংঘর্ষসহ নানান আশঙ্কা দেখা দিয়েছে। ফলে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
জানা যায়, আজ শুক্রবার(১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপির দুই কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ পৌর বিএনপির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। সমাবেশ সফল করতে মাসব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক আলোচনা সভা করেছে বিএনপি। এদিকে একই সময়ে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ।
বিক্ষোভ সমাবেশকে সফল করতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীদের নতুন বাজার মোড়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের ফেইসবুকে পোস্ট এর মাধ্যমে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও বিক্ষোভ সমাবেশের দিন তারিখ সময় পূর্বনির্ধারিত ছিল বলে জানিয়েছে আওয়ামী লীগ।
এ ব্যাপারে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আলম চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টায় নতুন বাজার মোড় এ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমরা আমাদের বিক্ষোভ-সমাবেশ পালন করব।
এদিকে নবীগঞ্জ পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আলীম ইয়াসিনী জানান, শুক্রবার বিকেল ৩টায় জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপির দুই কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ পৌর বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, শত বাধা আসলেও বিক্ষোভ সমাবেশ সফল করতে আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে থাকবো। এদিকে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক উৎকণ্ঠা। দুই রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ নতুন বাজার মোড়(গাজীর টেক) ও গোল্ডেন প্লাজা মার্কেট এর আশপাশের এলাকায় সংঘর্ষ মারামারি ও দাঙ্গা-হাঙ্গামা সম্ভাবনা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছেন। শুক্রবার সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj