এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবে মাদক চোরাচালান ও হত্যার দায়ে এক সিরিয়ান ও সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে বলে আরব নিউজ সূত্রে জানা গেছে। গত সোমবার ওই ব্যক্তিদের দণ্ড কার্যকরের মাধ্যমে এ বছর ১০০ তম শিরশ্ছেদ করল দেশটি।
বার্তা সংস্থা এএফপির জানায়, ২০১৪ সালে দেশটিতে ৮৭ জনকে শিরশ্ছেদ করা হয়েছিল। সে বছরে মৃত্যুদন্ড কার্যকরকারী দেশের তালিকায় তৃতীয় ছিল সৌদি আরব। এ বছরের প্রথম ছয় মাস না পেরুতেই তা ১০০ জনে পৌঁছেছে। তবে এক বছরে সবচেয়ে বেশি দণ্ড কার্যকর করা হইয়েছিল ১৯৯৫ সালে। সে বছর ১৯২ জনকে শিরশ্ছেদ করা হয়েছিল।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সিরিয়ার নাগরিক ইসমাইল আল-তাওম চোরাচালানের মাধ্যমে সৌদিতে বড় পরিমাণ নিষিদ্ধ ‘অ্যাম্ফিটামিন’ বড়ি এনেছেন। দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে জাওফের উত্তরাঞ্চলে শিরশ্ছেদ করা হয়। অপর একটি বিবৃতিতে জানানো হয়, সৌদি নাগরিক রামি আল-খালদিকে অপর এক সৌদি নাগরিককে ছুরিকাঘাতে হত্যার দায়ে শিরশ্ছেদ করা হয়। পশ্চিমাঞ্চলের প্রদেশ তায়েফে তাঁর দণ্ড কার্যকর করা হয়।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি জানায় ‘সবচেয়ে গুরুতর অপরাধ’ ছাড়া মৃত্যুদণ্ডের প্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
সৌদিআরবের মত উপসাগরীয় রাষ্ট্রাধীন দেশগুলোতে মাদক পাচার, ধর্ষণ, হত্যা, সশস্ত্র ডাকাতি ও ধর্মত্যাগকে দেখা হয় সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে। আর এর শাস্তি নিশ্চিত মৃত্যুদণ্ড।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj