আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন কাজ সাধন হয়েছে। দেশের প্রত্যান্ত অঞ্চলে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। নবীগঞ্জের সন্তান হিসেবে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রিয় নবীগঞ্জবাসীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার সর্বাত্বক সহযোগীতা করবো ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও সেলাই মেশিন বিতরণকালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এলজিএসপি-৩ এর প্রকল্প পরিচালক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নবীগঞ্জের কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক হাবিবুর রহমান এর সুযোগ্য পুত্র এনামুল হাবিব এনাম এসময় আরও বলেন, শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে।
এছাড়াও অভিভবকদের এ ব্যাপারে আরো সচেতন হতে হবে। একজন শিক্ষার্থী যদি কলেজ, বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে পড়ালেখা সম্পন্ন করে তাকে চাকরি বা ক্যারিয়ার নিয়ে কোন চিন্তা করতে হবে না। আজকের ছাত্র/ছাত্রীরাই আগামী দিনে রাষ্ট্র বা সরকার পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। কাজেই লেখা পড়ার বিকল্প নেই।
করগাঁও ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সভাপতিত্বে সভা পরিচালনা করেন বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহককারী কমিশনার (ভূমি)শাহীন দেলোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ। উপস্থিত ছিলেন, দিনারপুর কলেজের অধ্যাক্ষ তনুজ রায়, রত্নদীপ দাশ রাজুসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj