এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের নির্বাচন গতকাল সোমবার জাকঁঝমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা হলরোমে সকাল ৮ ঘটিকা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়েছে। উপজেলার ৪২ জন নারী ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনে ৫টি আসনে ৯ জন প্রার্থী অংশ গ্রহন করেন। এরমধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় ১নং সংরক্ষিত আসনে (১,২, ও ৩ নং ইউপি নিয়ে গঠিত) বিনা প্রতিদ্বন্ধিতায় সাজনা বেগম এবং ৪ নং সংরক্ষিত আসনে ( ৮,৯ ও ১২ নং ইউপি নিয়ে গঠিত) মরিয়ম বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। অবশিষ্ট ৩ টি আসনে গতকাল সোমবার ভোট গ্রহন করা হয়েছে। এতে ৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনে ( ৪,৫ ও ৬ নং ইউপি নিয়ে গঠিত) রাজিয়া বেগম চাঁদ প্রতিক নিয়ে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি আছমা বেগম হরিণ প্রতিকে পেয়েছেন ৮ ভোট। ৮টি ভোট রয়েছে অবৈধ। ৩ নং সংরক্ষিত আসনে ( ৭ নং ইউপি ও পৌরসভা নিয়ে গঠিত) জাকিয়া আক্তার লাকী মোরগ প্রতিক নিয়ে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি ছালেকা বেগম হরিণ প্রতিক নিয়ে পেয়েছেন ১৭ ভোট। ৬টি ভোট অবৈধ ঘোষনা করা হয়েছে। ৫ নং সংরক্ষিত আসনে ( ১০,১১ ও ১৩ নং ইউপি নিয়ে গঠিত) মায়ারুন আক্তার চাদঁ প্রতিক নিয়ে সর্বোচ্চ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্ধি মোছাঃ হোসনা বেগম মোরগ প্রতিকে পেয়েছেন ৮ ভোট এবং সুরাইয়া আক্তার টেবিল প্রতিক নিয়ে পেয়েছেন ২ ভোট। অবৈধ ভোটের সংখ্যা ২টি। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন।
সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন। পোলিং অফিসার ছিলেন সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরী। সহকারী রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন। নির্বাচন চলাকালে পর্যবেক্ষন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম। প্রথম বারের মতো উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে আইন শৃংখলার দায়িত্বে ছিলেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নবীগঞ্জ উপজেলা পরিষদকে ৫টি আসনে ভাগ করা হয়েছে। ২ টি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেও বাকী ৩টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্টান সম্পন্ন হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj