নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম মিয়া জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের করিম মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম মিয়া চাই (বুচনা) পেতে মাছ শিকার করার জন্য বাড়ির পার্শ্ববর্তী হাওরে গেলে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে সাদ্দাম মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জুনাব আলী বলেন, সাদ্দাম মিয়া সকালে মাছ ধরতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। সরকারিভাবে নিহতের পরিবারকে সহায়তা পৌঁছে দেয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj