বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন গতকাল সোমবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ৩টি আসনে মোট ৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন।
এতে তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৭২টি। সকাল ৮টা থেকে বিকেল ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত ২ ও আওয়ামীলীগ সমর্থিত ১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত নূরুন্নাহার, নাজমা বেগম ও আওয়ামীলীগ সমর্থিত জোসনা বেগম নির্বাচনে জয়লাভ করেন।
নির্বাচনে লামাকাজি, খাজাঞ্চি, অলংকারী এক আসন থেকে জোসনা বেগম (হরিণ মার্কা) প্রতিক নিয়ে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি দিলারা বেগম (মোরগ) প্রতিক নিয়ে ৫ ভোট পেয়েছেন। এছাড়া রামপাশা, দৌলতপুর ২ আসনে নাজমা বেগম (চাঁদ) প্রতিক নিয়ে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মিনা বেগম (বালতি) প্রতিক নিয়ে ২ ভোট ও শ্যামিমা বেগম (টেবিল) প্রতিক নিয়ে ৩ ভোট পেয়েছেন।
বিশ্বনাথ সদর, দেওকলস ও দশঘর ৩ আসনে নূরুন ন্নাহার ইয়াছমিন (পেঁপে) প্রতিক নিয়ে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নেহারা বেগম (বক) প্রতিক নিয়ে ৩ ভোট পেয়েছেন।
উপজেলা সহকারী নির্বাচন অফিসার আবুল হাসনাত বলেন, নির্বাচনে ৭২ ভোটের মধ্যে ৬৬ ভোট কাষ্ট হয়েছে। বাতিল হয়েছে ২১টি। তিনি বলেন, সুষ্ঠভাবে উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন শেষ হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj