নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ব্যবহারের জন্য মোহম্মদ শামস্ উল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে একটি কম্পিউটার একটি প্রিন্টার ও একটি ইউপিএস সহ কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়।
২৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অসম আফজল আলী রুস্তম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের পরিচালনায় অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্উল ইসলাম এর পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে ব্যবহারের জন্য কম্পিউটার সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মামুন হোসেন এসপিও ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখা,প্রকৌশলী এম এ মমিন চৌধুরী বুলবুল, মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশিষ্ট সমাজ কর্মী।
এছাড়াও আরও বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, মোঃ সমুজ আলী, আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার জিয়া উদ্দিন, ঢাকা অগ্রণী ব্যাংক গুলশান ব্রাঞ্চের সিনিয়র অফিসার আলমগীর হোসেন,প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব জনগণের প্রেস ক্লাব ।
এ প্রেসক্লাব থেকে সাংবাদিকগণ লিখনীর মাধ্যমে এলাকার রাষ্ট্রের উন্নয়নে সবসময় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন । সে কারণেই বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সহযোগিতা ও বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই প্রেসক্লাবটি এখন জেলার অন্যতম একটি প্রেসক্লাব ।
সাংবাদিকদের অনন্য ভূমিকায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj