এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহনের লক্ষে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) সকাল ৯ টায় পদক্ষেপ গণ পাঠাগারের হল রুমে চুনারুঘাট এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ফজল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমনের সঞ্চালনায় ৩দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া,উপস্থিত ছিলেন তথ্য কর্মকর্তা জান্নাত ফেরদৌস,এডভোকেসি নেটওয়ার্ক বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান,সহ সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী।
চুনারুঘাট এডভোকেসি নেটওয়ার্ক কমিটি ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গনতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন বিষয় ৩দিন ব্যাপী উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের বাস্তবায়নে প্রকল্প অবহিতিকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে মুখ্য বিষয় দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়।নিম্ন জীবনমান জনগোষ্ঠীর সেবার বাস্তবায়ন বৈসাদৃশ্য চিহ্নিত করা, প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরতে অভিগম্যতা সামাজিক নিরীক্ষা পরিচালন করা।সামাজিক নিরীক্ষার প্রাপ্ত তথ্য ফাইন্ডিং তথ্য তুলে ধরা ও গনশুনানি আয়োজন করা।এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের আইনগত অধিকার, মানবাধিকার, সংখ্যালঘু,পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, এডভোকেসি এবং সুশান বিষয়ক রিফ্রেশন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।দলিত এবং আদিবাসী নারী ও বালিকাদের ঝুঁকির মাত্রা মূল্যায়নে কমিউনিটি পর্যায়ে নিরাপত্তা নিরীক্ষণ পরিচালনা করা বিষয় দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।আগামী ২৫ আগষ্ট পর্যন্ত পর্যন্ত উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠি,নিম্নজীবনমান ও তৃতীয় শ্রেনীর মানুষ থেকে অংশগ্রহণ কারী এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য গণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj