প্রেস বিজ্ঞপ্তি :
‘পিতা তোমার রক্তের ঋণ কোনদিন শোধ হবে না’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোকাবহ আগস্ট উপলক্ষে শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে রবিবার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানকে উদ্বুদ্ধকরণে কর্মসূচি পালিত হয়েছে।
কলেজের বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির ভবন প্রাঙ্গণে সকালে কর্মসূচির উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
কলেজের তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদান করা হয়েছে।
কর্মসূচি পালনে সহযোগিতা করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা.বিশ্বজিৎ রায়, উৎসর্গ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রাণের মেডিকেল অফিসার শেখ মো. ইয়াসিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. একে তরফদার বিজয়, সদস্য কলেজের সাবেক শিক্ষার্থী আলেয়া বেগম, জান্নাতুন নাঈম শাম্মী।
উপস্থিত ছিলেন প্রভাষক তাহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মো.শাহীন মিয়া, প্রভাষক তাঈবা সুলতানা, প্রভাষক রফিকুল ইসলাম,প্রভাষক আরিফুর রহমান, প্রভাষক সুবর্ণা সাহা, প্রভাষক শারমিন আক্তার রিয়েল, সহকারি শিক্ষক (লাইব্রেরী) ইমরানুল হক শাকিল, অফিস সহকারি মো: রেহান শাহ, কম্পিউটার অপারেটর খালেদ শরীফুল্লা শুভ প্রমুখ।
শোকের মাস আগস্টে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির প্রশংসা করে উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম বলেন নারীরা আজ পিছিয়ে নেই কোথাও। দেশ, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান নিজ মেধাগুণে লাভ করেছে নারীরা। তাই নারী শিক্ষার্থীদের সাহস, প্রতিজ্ঞা ও মনোবলের মাধ্যমে এগিয়ে যেতে হবে দৃপ্ত পায়ে। সম্পৃক্ত থাকতে হবে মানবিক কাজে। রক্ত দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। রক্তের গ্রুপ জানা থাকা খুবই দরকার।
জরুরী প্রয়োজনে রক্ত দেয়া বা নেয়ার ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সময় ব্যয় করতে হবে হিসেব করে। মেধাবী শিক্ষার্থী হবার পাশাপাশি ভালো মানুষ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এগিয়ে আসতে হবে সবাইকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj