স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, কলকারখানায় বিষাক্ত পদার্থের প্রভাবসহ বিভিন্ন কারণে পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাই সবুজ বনায়ন বাড়ানোর বিকল্প নেই।
এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সরকারের যত ধরণের উদ্যোগ রয়েছে সেগুলো সম্পর্কে এবং সবুজ বনায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সর্বত্র প্রচারণা বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে বন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণি পেশার মানুষকে স্বোচ্ছার হতে হবে।
তিনি গতকাল হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃক্ষরোপন অভিযান ও জেলা বৃক্ষমেলা-২০২২ এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জে যে রকমভাবে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা করা হয়েছে সেটি অত্যন্ত প্রসংশনীয়। এসকল উদ্যোগ যেন আরও ফলপ্রসু হয় সে ব্যাপারে সকলকে আন্তরিক হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
মেলায় অংশগ্রহণকারী স্টলের মালিকদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj