মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ এইড ইউকের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রায় দুই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে প্রায় ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে। আসন্ন রমজান মাস উপলক্ষে এইড ওই চাল বিতরণ করে। গতকাল রোববার বিশ্বনাথ সদর ইউনিয়নের শাহপিন উচ্চ বিদ্যালয় হল রুমে ও দৌলতপুর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে প্রায় দুই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। তাঁর বক্তব্যে বলেছেন, প্রবাসীদের এই দানে গরীব-দু:স্থ মানুষদের উপকৃত হবেন। সীমিত সম্পদের দেশ আমােেদর বাংলাদেশ, তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সবাইকে গরীব-দুঃস্থ মানুষদের কল্যাণে এগিয়ে আসলে দারিদ্রতা লাঘব হবে।
পাশাপাশি দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের কর্মকান্ডকে আরো তরান্বিত করতে তাদের প্রতি আমাদেরকে ভালবাসার দৃষ্টাত দেখাতে হবে।
সাবেক ইউপি সদস্য আরশ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাত সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নুর উদ্দিন, ব্যবসায়ী আবদুর নুর, সাহেল চৌধুরী, হাবিব উল্লা মিছবাহ, জালালউদ্দিন, সিদ্দিকুর রহমান, দেবব্রথ দাস গুপ্ত, আনছার আলী, মেহেদী হাসান, কামালউদ্দিন। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদ এদিকে, উপজেলার দৌলতপুর ইউনিয়নে একটি কমিউনিটি সেন্টারে এইড ইউকের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় রমজান মাস উপলক্ষে চাল বিতরণ করা হয়।
বিশিষ্ট মুরব্বী মানিক মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া। কোরতেলাওয়াত করেন ক্বারী ইলিয়াছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, আশরাফুল ইসলাম খান সুহেল, পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, স্থানীয় ইউপি সদস্য আলী আকবর মিলন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj