নিজস্ব প্রতিবেদক :
১০ মহরম পবিত্র আশুরা। এ দিনে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রাঃ) সঙ্গি- সাথীদের নিয়ে শাহাদত বরণ করেছিলেন। ইসলামের ইতিহাসে প্রত্যেক মুসলমানদের জন্য এ দিনটি অতীব গুরুত্বপূর্ণ। মহানবী সঃ এর দৌহিত্র ইমাম হোসাইন (রাঃ) শাহদত বরণ করেছিলেন সত্য এবং ন্যায় প্রতিষ্টার জন্য।
মঙ্গলবার (৯ আগস্ট) ১০ মহরম সারা বিশ্বের মুসলমানগনের পাশাপাশি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর,সূরাবই,পূরাসুন্দা, সুতাং ফুল শাহ মাজার, পাক পাঞ্জাতন এর মোকাম, নসরতপুর, চন্ডিপুর, পাঁচগাও, বারলারিয়া, শৈলজোড়া, অলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরা পালন করছেন।
এ উপলক্ষে মুসলিম জাহানের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে আশুরা দিবসটি উদযাপিত হয়েছে।
বিশেষ করে পাক পাঞ্জাতনের মোকামগুলোতে কারবালার করুন মাতমে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস। শিশু কিশোর যুবক-বৃদ্ধ নারী পুরুষ সবাই একসাথে দলে দলে মাতম করছেন।এছাড়াও ওয়াজ- মাহফিল এবং মসজিদে - মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বর্ণিল সব ঘোড়া সাজিয়ে-সেগুলোকে রাখা হচ্ছে একটি নির্ধারিত স্থানে। অধিকাংশ লোকই এই দিনে রোজা রাখেন এবং খালি পায়ে পদব্রজে বিচরণ করেন।
পবিত্র আশুরা উদযাপনের বিষয়ে বিশিষ্টজন খাদেম সৈয়দ রাসেল বলেন, মুসলমানের একটি ঐতিহাসিক দিন, ইতিহাস ঐতিহ্যের আঁকড়, সুদীর্ঘকাল থেকে বংশ পরম্পরায় আমরা এটি পালন করে আসছি। পহেলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত আমরা শোকাভিভূত থাকি, রোজা রাখি, মাতম করি, এবাদত বন্দেগির মধ্য দিয়ে সময়টি অতিবাহিত করি।
আশুরা অংশগ্রহণকারী ফুলবানু বলেন, এটি আমাদের ঐতিহ্যের অংশ। আমরা এ সময় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রোজা রেখে এবাদত বন্দেগী করে সময় কাটাই, অনেক আত্মীয়-স্বজন এই সময়টিতে আসেন আমরা এই একসাথে সকলে মিলেই এই দিবসটি পালন করি।
উল্লেখ্য, বিকালে সকল মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj