বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকালে উপজেলা প্রাঙ্গনে স্থাপিত শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনকালে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন ও বীরমুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিগন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মৃতি নিয়ে আলোচনা ও স্মৃতিচারন অনুষ্ঠান " শুক্রবার (৫ আগষ্ঠ /২২) উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইদুল ইসলাম।
আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার রায়,ভ্যাটেরিনারী সার্জন ডাঃ শাহাদাত হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালায় যুব উন্নয়ন অধিদফতর এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj