স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
শনিবার রাত ৮টায় থানার অফিস কক্ষে অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর সভাপতিত্বে ও এসআই সন্তোষ এর সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ চন্দ্র দে।
স্বাগত বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে পলাশ রঞ্জন দে বলেন, সমাজ সচেতনতায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। অবাধ তথ্য সরবরাহ ও বস্তুনিষ্ট সাংবাদিকতার সমন্বয়ে বিভিন্ন অপরাধ দমনসহ সমাজ এবং দেশ এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত বড় একটি উপজেলা হচ্ছে বানিয়াচং। এ উপজেলা থেকে মাদক, জুয়া, চুরি-ডাকাতি ও সন্ত্রাস দূরসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে খুব আন্তরিকতার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সাংবাদিক আব্দাল মিয়া, প্রভাষক ও সাংবাদিক ইমতিয়াজ আহমেদ লিলু, দেলোয়ার হোসেন, তানজিল হাসান সাগর, এস এম সাইফুল ইসলাম সেলিম, আরিফুল রেজা, আব্দুর রউফ আশরাফ প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj