শেখ হারুন, চুনারুঘাট থেকে :
চুনারুঘাটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন সরকারের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার(২৯ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা মরহুম তাহির মিয়া মহালদারের সর্বকনিষ্ঠ ছেলে ব্যবসায়ী দিপনের বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।
পরে বিকাল সাড়ে ৪ টায় গাজীগঞ্জ বাজারে দলীয় নেতৃবৃন্দসহ সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি।পূর্বের দেয়া প্রতিশ্রুতি চাটপাড়া আইডিয়াল একাডেমি এমপিওভুক্ত করায় ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে বরণ করেন চাটপাড়া আইডিয়াল একাডেমি ও চাটপাড়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সদস্য শিক্ষকবৃন্দসহ স্থানীয়রা।
উল্লেখিত দুই প্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মানের ব্যাপারে স্থানীয়রা কথা বললে প্রথমে আইডিয়াল একাডেমির ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ,গাজীগঞ্জ বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমসহ গাভীগাঁও গ্রামের একটি রাস্তা পাকাকরনের আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, রাণীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আলী আশরাফ,পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজান সামী,সাধারণ সম্পাদক সায়েম তালুকদার,স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম ফুল মিয়া,চাটপাড়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল হাসান,চাটপাড়া আইডিয়াল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি কাজী হারুন,ফরহাদ বখত চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমেদ,দেলোয়ার হোসেন রতন প্রমূখ।
পরে রাণীগাঁও ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নূরুল মুমিন চৌধুরী ফারুক মিয়ার কবর জিয়ারত করে রাণীগাঁও বাজারবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ১০ নং মিরাশী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj