আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের উদ্ধার করা মস্তক ছিন্ন পুরুষের লাশের পরিচয় শনাক্ত করেন হবিগঞ্জ পিবিআই ইউনিট এর ক্রাইমসিন টিম।
অঞ্জাতনামা লাশ উদ্ধার করা ব্যক্তি হলেন বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের বিমল দাসের পুত্র বিরেন্দ্র চন্দ্র দাস।
হবিগঞ্জ পিবিআই সূত্রে জানাযায়,২৭জুলাই বুধবার দুপুর দেড়টায় শ্রীমঙ্গল রেলওয়ে থানাধীন রশীদপুর এলাকা সেকশনের মধ্যেবর্তী স্হানে অঞ্জাতনামা মস্তক ছিন্ন একজন পুরুষের লাশ দেখতে পান স্হানীয় লোকজন।
এসময় উপস্থিত লোকজন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িকে অবগত করেন।
খবর পেয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন।
এবং লাশের পরিচয় শনাক্তের জন্য হবিগঞ্জ পিবিআই জোনকে অবগত করা হয়।
এমন সংবাদ পাওয়ার সাথে সাথে হবিগঞ্জ পিবিআই এর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার আল মামুন শিকদারের নির্দেশে পিবিআই'র এসআই বাপ্পু বহ্নি এর নেতৃত্বে এসআই আব্দুর রউফসহ একটি ক্রাইমমসিন টিম শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন।
সেখানে তারা অঞ্জাতনামা লাশের ফিঙ্গার পিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন।
এবং এই পরিচয়ের ব্যক্তিকে কেউ চিনে থাকলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি অথবা হবিগঞ্জ পিবিআই এর সাথে যোগাযোগ করার জন্য হবিগঞ্জ পিবিআই'র পক্ষ থেকে বলা হয়েছে।
বর্তমানে বিরেন্দ্র চন্দ্র দাসের লাশটি রেলওয়ে ফাঁড়িতে রয়েছে বলে জানান তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj