বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জ-লাখাই সড়কের উপজেলা গেইট অংশ হইতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা।
উপজেলায় আগত সেবাপ্রার্থী ও উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তাগনের চলাচল ও যানবাহনের চলাচলপথটি পুকুরপাড় সংলগ্ন স্থানটির আংশিক পুকুরে ধ্বসে পড়ায় রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
গুরুত্বপূর্ণ এ রাস্তাটির পুকুরে অংশে অতিরিক্ত বৃষ্টি পাতে ধ্বসে পড়ায় যানচলাচল বিঘ্নিত হচ্ছে।
সরজমিন পরিদর্শনে দেখা যায় এ রাস্তাসংলগ্ন পুকুর পাড় এর বেশ কয়েকটি বড় বড় বৃক্ষ উপড়ে পুকুরে পড়ে গেছে সেইসাথে গাছের গোড়াসমেত রাস্তার পাশের মাটিও সড়ে গিয়ে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। পুকুরপাড় এর মাটি ক্ষয় হতে হতে রাস্তার কার্পেটিং পর্যন্ত চলে আসায় এবং রাস্তার নিচের মাটি সড়ে যাওয়ায় রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ রাস্তাটির পুকুরের অংশে সংস্কার করা খুবই জরুরী নতুবা রাস্তাটি ধ্বসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন এর সাথে আলাপকালে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, পুকুরপাড়ের কয়েকটি গাছ পুকুরে পড়ে গেছে এগুলো নিলামের মাধ্যম বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হবে।
ধ্বসে পড়া রাস্তাটি সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছে বলে জেনেছি। এ প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হবে।আর যদি প্রকল্পের কাজ বিলম্বিত হয় সে ক্ষেত্রে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj