সৈয়দ সালিক আহমেদ :
"নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে গতকাল থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এউপলক্ষ্যে শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় জেলা মৎস কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, জেলায় মোট মাছের চাহিদা ৪৯হাজার ৩শত ৭৬.৪৬ মেট্রিক টন, প্রতিবছর মাছ উৎপাদন হয় ৪৫হাজার ৯২ মেট্রিকটন। তাছাড়া বানিয়াচংয়ে ২টি নবীগঞ্জে ১টি সদরে ১টিসহ মোট ৪টি অভয়াশ্রম রয়েছে।
প্রতিবছর হবিগঞ্জের বিভিন্ন হাওরে ৩হাজার ৬শত কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এরমধ্যে ৩হাজার ৩শত কেজি পোনা উৎপাদন করে জেলা মৎস্য বিভাগ। জেলার ৯টি উপজেলায় ৩০হাজার ৬শত ৫১হেক্টর জায়গা জুড়ে মোট ৪৩টি হাওর আছে।
এসকল হাওর থেকে বছরে ৮হাজার ৬শত ৮৪মেট্রিক টন মাছ উৎপাদন হয়। বিলের সংখ্যা ৫৩৭াট, বিল থেকে প্রতিবছর মাছ উৎপাদন হয় ৫হাজার ৪শত ৮৪মেট্রিকটন। ৭৪টি খাল থেকে ৭২ মেট্রিক টন, প্লাবন ভূমি থেকে মাছ উৎপাদন হয় ১০হাজার ৮শত ৭১মেট্রিক টন, পুকুর থেকে মাছ উৎপাদন হয় ২১হাজার ৮শত ৫৩ মেট্রিক টন এবং ধান ক্ষেত থেকে মাছ উৎপাদন হয় ১হাজার ৩শত ৫৬.৪৬ মেট্রিক টন।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, প্রেসক্লাব সভাপতি মোঃ রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj