লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে পরলোক গমন করেছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) দিনগত রাত আনু্মানিক ৩-৩০ মিনিটে উপজেলার কালাউক সদর কোয়ার্টারে আকস্মিকভাবে হূদরোগে আক্রান্ত হয়ে পড়লে তার স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকায় নিউরো হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। প্রয়াত জীবন কুমার দে টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের বাসিন্দা।
তিনি দীর্ঘ ৯ বছর যাবৎ লাখাইয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
প্রয়াত জীবন কুমার দে এর শেষ কৃত্তানুষ্ঠান তার গ্রামের বাড়ীতে অনুষ্টিত হচ্ছে। তিনি স্ত্রী ও ২ পুুত্রসহ অসংখ্য আত্বীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে যান। প্রয়াত জীবন কুমার দে এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার কর্মস্থল সহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
প্রয়াত জীবন কুমার দে এর আকস্মিক পরলোক গমনে তার সহকর্মী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন মহল গভীর শোকবানী দিয়েছেন ।
তারা প্রয়াতের বিদেহী আত্বার সদগতি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যারা শোকবানী দিয়েছেন তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন ও সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj