বিশেষ প্রতিনিধি :
কোবিড-১৯ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ইতিপূর্বে বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হয়েছে। এই ধারাবহিকতায় মঙ্গলবার সারা দেশের ন্যায় হবিগঞ্জে সকাল ৯টা থেকে বুস্টার ডোজ প্রদান করা হবে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জে বুস্টার ডোজ গ্রহণ করা হয়েছে দ্বিতীয় ডোজ গ্রহণের শতকরা ২২%। সেই হিসেবে ১দিনের ক্যম্পেইনে জেলায় মোট বুস্টার ডোজের লক্ষমাত্রা এক লক্ষ উনচল্লিশ হাজার পাচঁশত। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪মাস পরে বুস্টার ডোজ নিতে হবে। সকল কেন্দ্রে ফাইজারের টিকা প্রদান করা হবে।
ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে (দ্বিতীয় ডোজ গ্রহণের) দেশের যেকোন জায়গা থেকে যেকোন নাগরিক টিকা গ্রহণ করতে পারবে।
হবিগঞ্জ জেলায় টিকা প্রদানের জন্য মোট ২৭৯টি কেন্দ্র থাকবে। তার মধ্যে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪টি, সদর হাসপাতালে ৬টি, হবিগঞ্জ পৌরসভায় ৯টি, মাধবপুর পৌরসভায় ৯টি এবং ইউনিয়ন পর্যায়ে ২৩১টি কেন্দ্রে একযোগে বুস্টার ডোজ প্রদান করা হবে। কোল্ড চেইন ম্যান্টেইন অনুসরণ করে প্রতি কেন্দ্রে পাচঁশতজনকে টিকা প্রদান করা হবে।
এবিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান জানান, ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সরকারী নির্দেশনা অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এলাকা ভিত্তিক প্রচারণাসহ পর্যাপ্ত টিকা মওজুদ আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj