আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসী মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। রবিবার (১৭ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার বাগাউড়া এবং পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ইনাতগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী বিবিয়ানা নদী খননের সময় বেশ কিছু জায়গায় খালের সৃষ্টি হয়। উক্ত খালে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বাগাউড়া গ্রামের মকলিছ মিয়ার ছেলে সুমন মিয়া ও শ্যামারগাঁও গ্রামের জনৈক ব্যক্তির সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়।
এ খবর এলাকায় পৌছলে দু’গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু'ঘন্টা ব্যাপী সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যান্য আহতদের মধ্যে শ্যামারগাঁও গ্রামের সামছুদ্দিন (২৮), জুবেদ মিয়া (২৬), শাহাজুল মিয়া (৩২), কবির আহমদ (২৫), সজবুল মিয়া (২৮), সবুজ মিয়া (২৮), আল জামিল (১৯), নাঈম মিয়া(২০), সানাউর মিয়া (২২), কাজী আমিনুল রশিদ (৪০), হিফজুর মিয়া (৩২) ও আরশ মিয়া (৪২)কে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের ইনাতগঞ্জ উপ স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থল পৌছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন ওসি ডালিম আহমদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj