বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের ছাওয়াল মিয়া ওরফে শাবাজ মিয়ার পুত্র হাবিবুর রহমান (২৩) নামে এক যুবক তাবলীগ জামাত, হেফাজতে ইসলামসহ ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে অপপ্রচার করে।
এই প্রচারণা ২/৩ দিন চলতে থাকে। ফেইসবুকে এই ছবি ও স্ট্যাটাস পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ওই কুলাঙ্গের বিরুদ্ধে নানাভাবে ধর্মপ্রাণ মানুষ কমেন্ট করতে থাকেন। কুলাঙ্গার হাবিবের ফেইস বুক প্রচরণার প্রতিবাদ করেন পুটিজুরী এলাকার ধর্মপ্রাণ মানুষ।
ওই এলাকার সাংবাদিক বাহুবল মডেল প্রেস ক্লাব-এর যুগ্ম সম্পাদক এফ.আর হারিছ ফেইস বুকে পাল্টা স্ট্যাটাস দিয়ে সমালোচনা এবং হাবিবকে বৎসনা করেন। এতে ক্ষিপ্ত হয় হাবিব ও তার অনুসারীরা।
এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার (৯জুন) রাতে কুলাঙ্গার হাবিবের ভাই সুমন একই গ্রামের সাংবাদিক এফ.আর হারিছ-এর ভাই ফয়সলের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে বিষয়টি নিরসনকল্পে মেম্বার আবুল হাসিম, আহাদ মিয়া, মারফত উল্লাহ, আহমদ উল্লাহ, আবরু মিয়া, ছুরত মিয়া সহ বেশ মুরুব্বী সালিশে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন।
এমতাবস্থায় বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে এফ.আর হারিছের বৃদ্ধ পিতা আব্দুল সালাম (৭০) পুটিজুরী বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে পৌঁছামাত্র ওৎপেতে থাকা ছাওয়ালা ওরফে শাবাজ মিয়ার পুত্র হাবিবের অনুসারী তাহির উদ্দিনের পুত্র মানিক, রাবিয়া, রহিমা, কাজল, মাসুক, রুবেল, খালেদ ও জুনেদ, সুমন মিলে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।
তার শোর চিৎকারে বাড়ি থেকে তার পুত্র শফিক মিয়া (৪৫) এগিয়ে আসলে তাকেও উপর্যুপরি কুপাতে থাকে দুর্বৃত্তরা। এতে শফিক মিয়ার ছোট ভাই ফয়সল (২৫), শফিকের স্ত্রী শেফা আক্তার (৩৫) ও সাংবাদিক এফ.আর হারিছ এগিয়ে আসলে তাদেরকেও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
আহতদের বাহুবল হাসপাতালে নিয়ে এলে আশংকাজনক অবস্থায় আব্দুল সালাম, শফিক মিয়া, এফ.আর হারিছ ও ফয়সলকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
ঘটনার পর বুধবার সন্ধ্যায় পুটিজুরী বাজারে ধর্মপ্রাণ এলাকাবাসী এক জরুরী সভায় মিলিত হন। মুফতী হোসাইন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল বারী, মাওলানা আহমদ আলী ফয়সল ও শওকত আখঞ্জি প্রমুখ।
সভায় নবী দুশমন হাবিব ও তার সহযোগিদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন এলাকাবাসী। এ দিকে জনতার রোষানল থেকে বাঁচতে হাবিব ও সুমনসহ সন্ত্রাসীরা পালিয়ে আত্মগোপনে আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj