বিশেষ প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগির পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এসময় জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ট কলেজ অধ্যক্ষ, শ্রেষ্ট মাদ্রাসা অধ্যক্ষ ও শ্রেষ্ট শ্রেনী শিক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা’র সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শ্রেনী কক্ষে পাঠদানের ক্ষেত্রে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করলে শিক্ষাথর্ীদের অংশগ্রহণ সক্রিয় হয়। তাছাড়া যেকোন প্রতিযোগীতায় কাজের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করে।
আলোচনা সভা শেষে ৪টি ক্যাটাগরিতে তিনজন করে ও অন্যান্য ক্যাটাগরি মিলে মোট ১৩৫জনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj