মোযযাম্মিল হক,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বন্যা কবলিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল-হোসাইনী। ৪ জুলাই সোমবার বিকাল ৪টায় দরবার শরীফের মাদ্রসা ময়দানে ৪শত পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে ১৫০ টি হিন্দু পরিবারকে ত্রাণ সামগ্রী এবং ২৫০ টি মুসলিম পরিবারকে ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ময়দা, আলু, পিঁয়াজ তেল, চিনি সেমাই এবং লবন । ত্রাণ বিতরণের সময়ে উপস্থিত ছিলেন ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল-হোসাইনী,পীরজাদা সৈয়দ বাহাউদ্দীন খোকন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ শিবলী, অভিভাবক সদস্য জানে আলম সায়েম ভূইয়া, ফান্দাউক ইউনিয়নের নির্বাচিত সদস্য ফরহাদ মিয়া, আলমগীর শাহ, জাকির মিয়া, বিএনপি নেতা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন, ফান্দাউক পাগল সংকর আখরার ঠাকুর সূখদা বলরাম, ইসকন মন্দিরের ঠাকুর গৌরাঙ্গ রায় সাংবাদিক আক্তার হোসেন প্রমূখ।
ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ফান্দাউক দরবারের পীর মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল-হোসাইনী বলেন- সিলেট, সুনামগঞ্জ সহ বন্যা কবলিত মানুষের পাশে আমাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।
পরবর্তীতে নাসিরনগরে বন্যার অবনতি হওয়ায় দরবার শরীফের ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে ইসলামি ছাত্র মহলের সভাপতি পীরজাদা মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনীর নেতৃত্ব ২০ দিন যাবৎ কয়েকটি ধাপে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং বন্যার পানি না যাওয়া পর্যন্ত তা চলমান থাকবে।
এ সময় পীর সাহেব আরও বলেন, আপনারা দেখেছেন সিলেট ও সুনামগঞ্জে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সবার আগে বানভাসি মানুষের পাশে দাড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এদেশের আলেমসমাজ। অথচ কিছু আলেম বিদ্বেষী এই আলেমদের বিরুদ্ধেই শ্বেতপত্র তৈরি করে তাদেরকে দুর্নীতির তকমা লাগিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল।
সনাতন ধর্মাবলম্বীদের দুজন ঠাকুর তাদের বক্তব্যে বলেন বরাবরই ফান্দাউক দরবার শরীফ মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে যা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের শিক্ষা দেয়। এখানে সনাতন ধর্মাবলম্বী এবং মুসলমানদের মধ্যে যে একটা সম্প্রীতির বন্ধন অটুট আছে তা আবারও প্রমানিত হয়েছে। আমরা এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে দেশকে এগিয়ে নিতে চাই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj